কুবি প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে নিয়ে আসা ভ্যান ভর্তি একপক্ষের ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অপর পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (১০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের ১ যুগ পূর্তি উপলক্ষে দক্ষিণ মোড়ে ভ্যানচালকের মাধ্যমে ব্যানার পাঠায় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও ছাত্রলীগ কর্মী আবুল হাসান। পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে চলে যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রলীগ নেতা আবুল হাসান বলেন, ‘আমরা আওয়ামীলীগ সরকারের ১ যুগ পূর্তি উপলক্ষে ব্যানার লাগাতে লোক পাঠিয়েছি, তাদের কাছ থেকে জোরপূর্বক ও মারধরের হুমকি দিয়ে ব্যানার কেড়ে নিয়েছে দত্ত হলের দীপ্তের নেতৃত্বে কিছু নেতা কর্মীরা।’
ব্যানার কেড়ে নেয়া ও ছিড়ে ফেলার ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত বলেন, ‘আবুল হাসান ছাত্রলীগের কর্মী না, আর রেজা ভাই ৩ বছর আগে সাধারণ সম্পাদক ছিলেন। তারা কুবি শাখা ছাত্রলীগের কেউ না। অথচ এটা প্রচার করতেছে। তাহলে তারা কেন মিথ্যার আশ্রয় নিয়ে বর্তমান ছাত্রলীগের ট্যাগ ইউজ করবে আমরা সেটারই প্রতিবাদ করেছি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কুবি শাখার সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহী বলেন, ইলিয়াস-মাজেদ ও তাদের কর্মীরা মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভাইয়ের ছবি ব্যানারে ব্যবহার করেনি, কিন্তু আমরা করেছি। আমরা কামাল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি এটা হয়তো তাদের পছন্দ না তাই আমাদের পাঠানো লোকজনকে মারধরের হুমকি দিয়ে ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমরা ঢাকা আসছি, ক্যাম্পাসের এ ঘটনার ব্যাপারে তেমন ভাল করে জানি না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে আমি অবগত নই। ক্যাম্পাসে এসে এ ঘটনার ব্যাপারে খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নিব।’
আপনার মতামত লিখুন :