ফের যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২০, ১২:৩৪ অপরাহ্ন / ৩৮০
ফের যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া

বিতর্কিত নাগোরনো-কারাবা নিয়ে যুদ্ধরত আর্মেনিয়া এবং আজারবাইজান আবারো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। চার সপ্তাহের চলমান যুদ্ধে এই নিয়ে তিনবার দেশ দুটি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিল।

স্থানীয় সময় সেমবার সকাল ৮ টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে তিন দেশ এক যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবিক ত্রাণ তৎপরতা চালানোর জন্য নার্গানো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে বাকু ও ইয়েরেভান।

এর আগে ফ্রান্স ও রাশিয়ার মধ্যস্থতায় দুই দফা যুদ্ধবিরতিতে সম্মত হলে আজারবাইজান ও আর্মেনিয়া সে যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেনি বরং দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে মারাত্বক যুদ্ধে লিপ্ত হয়েছে। ওয়াশিংটনের উপ পররাষ্ট্রমন্ত্র স্টিফেন বিগানের সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার পর যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।