বগুড়ার ধুনটে ফ্রি চক্ষুশিবির


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২০, ৮:২৯ অপরাহ্ন / ৩১০
বগুড়ার ধুনটে ফ্রি চক্ষুশিবির

ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ডা: ইব্রাহিম আই কেয়ার সেন্টারের আয়োজনে একদিনের ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মাটিকোড়া উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষুশিবিরের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক কাওছার হামিদ রুবেল। ফ্রি চক্ষুশিবিরে চিকিৎসাসেবা প্রদান করেন ডা: সুমন হোসেন, ডা: লিপি আরা খাতুন ও ডা: রোকেয়া খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাটিকোড়া উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা কনক লায়লা, স্বেচ্ছাসেবক জাকারিয়া মোখলেছ, সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও শ্রমিক লীগ নেতা শাহীন মন্ডল প্রমুখ।