বগুড়ার ধুনটে বাল্য বিবাহ মুক্ত কর‌তে কাজিদের সাথে পুলিশের মতবিনিময়


প্রকাশের সময় : জুন ২৭, ২০২১, ৫:৩০ অপরাহ্ন / ৩৩৮
বগুড়ার ধুনটে বাল্য বিবাহ মুক্ত কর‌তে কাজিদের সাথে পুলিশের মতবিনিময়

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে উপজেলার কাজিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় ধুনট ইউনিয়ন কাজি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। বগুড়া মুসলিম ম্যারেজ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান সরকার, কাজি আবু আইয়ুব বাশার, গোলাম ফারুক, আব্দুস সামাদ, আল আমিন, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ ও পুরহিত নিবারন চন্দ্র সরকার।