বগুড়ার ধুন‌টে ভূ‌মি ও গৃহহীণদের জন্য নবনি‌র্মিত বাড়ী প‌রিদর্শনে প্রকল্পের প‌রিচালক


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২১, ১:১২ পূর্বাহ্ন / ৩৩৩
বগুড়ার ধুন‌টে ভূ‌মি ও গৃহহীণদের জন্য নবনি‌র্মিত বাড়ী প‌রিদর্শনে প্রকল্পের প‌রিচালক

ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ
ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদেন জন্য নবনির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১২০টি বাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহাবুব হোসেন।

শনিবার (১০ জুলাই) বিকেলে ধুনট সদরের মা‌লোপাড়ায় আশ্রয়ন প্রকল্প ঘু‌রে আশ্রীত‌দের খোঁজখবর ‌নেন ‌তি‌নি।

প‌রিদর্শণ শে‌ষে আশ্রয়ণ প্রক‌ল্পের নির্মা‌নের গুনগতমান যাচাই বাছাই ক‌রে ভাল মা‌নের কাজ করার জন‌্য ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্তকে ক‌রোতা‌লির মাধ‌্যমে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে তার বহু‌বিধ প্রশংসা করেন তি‌নি ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের সহকারী প্রকৌশলী ইস্তিয়াক নাসির, সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম প্রমূখ।