বর্ণিল আয়োজনে বশেমুরবিপ্রবি’তে ৪৯ তম বিজয় দিবস উদযাপন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২০, ৫:৩১ অপরাহ্ন / ৪০৭
বর্ণিল আয়োজনে বশেমুরবিপ্রবি’তে ৪৯ তম বিজয় দিবস উদযাপন

ক্যাম্পাস ডেস্কঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনের মধ্যে দিয়ে ৪৯ তম বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।

আজ ১৬ই ডিসেম্বর বুধবার রাত ১২টা প্রথম প্রহরে বশেমুরবিপ্রবি উপাচার্য ড এ কিউ এম মাহবুব এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন টুঙ্গিপাড়াতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শহীদদের স্মরণ করা হয় ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও সকাল পৌঁনে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, ছাত্রলীগ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।