বলি নি


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২০, ৯:২৯ অপরাহ্ন / ৫১৫
বলি নি


রিফাত নাসরীন রিমু

তোমায় কি আমি বলেছি?
আমাকে ভালোবাসতে তোমায় আকাশ ছুঁতে হবে?
বলেছি কি সাত সমুদ্র পারি দিতে হবে?
বলেছি কি? বলিনি তো?
তবুও তোমার কিসের এতো অভিযোগ!
আমি কি বলেছি তোমায়?
আমার জন্য মেঘ থেকে জল আনতে,
আকাশের সাদা মেঘের ভেলা থেকে মেঘ এনে দিতে,
কচুর পাতায় পানি জমাতে,
শুকনো ঘাসের নুপুর গড়িয়ে দিতে,
বলো বলেছি কি তোমায় কখনো?
আমি কি কখনো তোমার থেকে বেশি সময় চেয়েছি!
কিংবা এক কাপ চায়ে শেষ বিকেলে?
বলো বলেছি কি আমায় প্রয়োজনের বেশি ভালোবাসতে?
বলো বলেছি কি! বলিনি তো?
তবে কেনো এতো অনীহা তোমার!
আমি তোমায় ভালোবাসতে চেয়েছিলাম ;
আর তুমি আমায় বিষাদ দিলে যা আমি চাইনি!