ক্যাম্পাস ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূতকরণ প্রস্তাবের বিপক্ষে মানববন্ধন পালন করেছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।
২৮ ডিসেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও জয়বাংলা চত্ত্বরে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা একটি নোটিশ দেখে জানতে পেরেছি যে ইটিই বিভাগকে পরোক্ষভাবে ইইই তে রুপান্তরিত করা হচ্ছে। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই নোটিশ প্রদান করে যার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।
আপনার মতামত লিখুন :