বশেমুরবিপ্রবি’তে অফিসার্স এসোসিয়েশন এর শপথ পাঠ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২১, ৭:৩৩ অপরাহ্ন / ২৮৭
বশেমুরবিপ্রবি’তে অফিসার্স এসোসিয়েশন এর শপথ পাঠ

ক্যাম্পাস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অফিসার্স এসোসিয়েশন এর অফিস কক্ষে সকাল ১১.৩০ মিনিটে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার এস. এম. এস্কান্দার আলী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ পাঠ শেষে বিদায়ী কমিটির সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে বরণ করে নেন।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম হায়দার। উক্ত শপথ উপস্থিত ছিলেন কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সভাপতি তুহিন মাহমুদ, বিদায়ী সভাপতি নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক মো. মিরাজ সিকদার সহ অন্যান্য সদস্যরা।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে তুহিন-মিরাজ প্যানেল বিজয়ী হয়।