বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২১, ৬:৩০ অপরাহ্ন / ৩৫৩
বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্কঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রবন্ধের শিরোনাম, ৭ই মার্চ : ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপট ও তাৎপর্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম মাহবুবের সভাপতিত্বে  বিকাল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন , ড. এ. কে. এম. শাহনাওয়াজ (অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। মূখ্য আলোচক হিসেবে ছিলেন  ড. গোবিন্দ চক্রবর্তী (অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সোহানা সুলতানা (প্রভাষক, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন   ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ, বশেমুরবিপ্রবি)।আয়োজনে, বঙ্গবন্ধু ইন্সটিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। 
উল্লেখ্য, এর আগে সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি,কর্মকর্তা সমিতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।