বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২০, ৩:২৬ অপরাহ্ন / ৩৮০
বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : 
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় উপাচার্য ড.এ কিউ এম মাহবুব।

এসময় মাননীয় উপাচার্য ড.এ কিউ এম মাহবুব, সদ্য ইন্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রকিবুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রকৌশলী ইন্জিনিয়ারিং এস এম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তসলিম আহম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ,বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রায় ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে।