বশেমুরবিপ্রবিতে লেকচারার ফোরাম গঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২০, ৪:২০ অপরাহ্ন / ১২৮৭
বশেমুরবিপ্রবিতে লেকচারার ফোরাম গঠিত

ক্যাম্পাস ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার ফোরাম গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে বেলা ১১ ঘটিকায় লেকচারারদের একটি আনুষ্ঠানিক বৈঠক হয়।
শিক্ষকদের মতামতের ভিত্তিতে ২৫ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠিত হয়।

সভায় অর্থনীতি বিভাগের প্রভাষক রকিবুল হাসানের সভাপতিত্বে একটি প্রানবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ৭৭ জন শিক্ষক উপস্থিত হয়ে লেকচারারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন। উপস্থিত বক্তারা সকলেই নিজেদের মৌলিক অধিকার সুরক্ষার প্রয়োজনে একটি প্রাতিষ্ঠানিক ফোরামের বিষয়ে প্রয়োজনীয়তা অনুধাবন করেন।উক্ত কমিটি দ্রুততর সময়ে ‘লেকচারার ফোরামের’ নীতিমালা প্রনয়ন করে কমিটিকে গতিশীল করার জন্য পদক্ষেপ গ্রহন করবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।