ক্যাম্পাস ডেস্কঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
আজ (১৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রতিবারের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মন্দিরে দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ এ পূজার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সালেহ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় বর্ম্মন, সনাতন সংঘের সভাপতি উজ্জ্বল মন্ডল, পূজা উদযাপন কমিটির আহবায়ক মিলন মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা সুদ্রা ভৌমিক, পূজা কমিটির সাধারণ সম্পাদক শেখর সরকারসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :