ক্যাম্পাস ডেস্কঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি)
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন সহকারি অধ্যাপক মো. রোকনুজ্জামান।
২২ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশ প্রদান করা হয়।
অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো. রোকনুজ্জামান – কে বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর (২৫)৩ ধারা মোতাবেক পূর্ববর্তী (০১ মার্চ ২০১৫ থেকে ২০ জানুয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত) ০৩ বছরের জন্য ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান নিয়োগ করা হলো। এ দায়িত্ব তাঁর স্বীয় বিভাগের দায়িত্বের অতিরিক্ত বলে বিবেচিত হবে এবং এ নিয়োগাদেশ ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে।
অফিস আদেশে আরও বলা হয়, তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. শেখ আশিকুর রহমান প্রিন্স এর স্থলাভিষিক্ত হবেন। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্ত হবেন এবং এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :