ক্যাম্পাস ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব ) কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ফটোগ্রাফি কনটেস্ট-২০২০ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণকারীদের মধ্যে এগিয়ে থাকা ৩০ টি ছবি থেকে বিচারকদের ৪০% নাম্বার ও ছবির পোস্টে লাইক, কমেন্টর উপর ৬০% বিবেচনা করে সেরা ৮ জনকে বিজয়ী হিসাবে ঘোষনা করা হয়েছে।
বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন তানসেন আহমেদ , ২য় নিশাত লুবনা, ৩য় তানভীর আহমেদ রথীন, ৪র্থ চন্দন রায়, ৫ম মহিন হোসাইন, ৬ষ্ঠ মো. মুকতার হোসাইন, ৭ম মো. আল শরীফ এবং ৮ম হয়েছেন রুমানা রশিদ মীম।
এছাড়াও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি হ্যান্ডসেট এবং পরবর্তী সেরা ৭ জন আলোকচিত্রীকে ক্যাম্পাস খুললে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরবন্ধি জীবনকে কিছুটা উপভোগ্য করার জন্য বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের নিয়ে ২৪ ডিসেম্বর ২০২০ থেকে ৩০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই কনটেস্টের আয়োজন করে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব।
আপনার মতামত লিখুন :