বিএমএস- বশেমুরবিপ্রবি শাখা কর্তৃক প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২১, ১১:০২ অপরাহ্ন / ৪৭৭
বিএমএস- বশেমুরবিপ্রবি শাখা কর্তৃক প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন

ক্যাম্পাস ডেস্কঃ


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ম্যানগ্রোভ সোসাইটি (BMS), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা কর্তৃক অনলাইনে “প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ২০২১” এর আয়োজন করা হয়েছে।

প্রবন্ধের বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে, “স্বাধীনতা পরবর্তী বিগত পাঁচ দশকে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের থেকে রক্ষায় সুন্দরবনের অবদান”।

★আবেদনের যোগ্যতাঃ
প্রতিযোগিতাটি বশেমুরবিপ্রবির যে কোন শিক্ষাবর্ষের যে কোন বিভাগের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।
★রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ২৬ শে মার্চ প্রথম প্রহর থেকে ৭ই এপ্রিল ২০২১, রাত ১২:০০ টার মধ্যে।

প্রতিযোগিতায় অংশ নিতে রেজিষ্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইট ঠিকানায়ঃ
https://surveyheart.com/form/605c1d7fd7136517d54a1bc2

★ প্রবন্ধ লেখার নিয়ম:
① প্রবন্ধটি বাংলা ভাষায় ৫০০ থেকে ৮০০ শব্দের মধ্যে লিখতে হবে ৷
② প্রবন্ধটি অবশ্যই সফট কপি হতে হবে এবং ডকুমেন্ট অথবা ওয়ার্ড কপি জমা দিতে হবে ৷
③ প্রবন্ধে প্রদানকৃত তথ্যের অবশ্যই তথ্যসূত্র প্রদান করতে হবে এবং এক্ষেত্রে সম্ভব হলে অক্সফোর্ড রেফারেন্স সিস্টেম অনুসরণ করতে হবে ৷
④ প্রবন্ধ জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে ইমেইলের মাধ্যমে প্রদানকৃত রেজিস্ট্রেশন নম্বর, পূর্নাঙ্গ নাম, শিক্ষা প্রতিষ্ঠান, বিভাগ, শিক্ষাবর্ষ এবং আপনার জেলার নাম উল্লেখ করতে হবে ৷
⑤ ছবি অথবা চার্ট চাইলে যুক্ত করতে পারবেন ৷

★প্রবন্ধটি জমা দিতে হবে :
bms.bsmrstu.unit@gmail.com

★ প্রবন্ধ জমা দেয়ার সর্বশেষ তারিখ: আগামী ১০ ই এপ্রিল ২০২১ রাত ১২:০০ টার মধ্যে ৷

পুরষ্কার ঘোষনার তারিখ : ১৭ এপ্রিল ২০২১

আপডেট জানতে চোখ রাখুন বিএমএস বশেমুরবিপ্রবি শাখা ফেসবুক গ্রুপে: https://www.facebook.com/groups/786036722034150/?ref=share

★ যেকোনো প্রয়োজনে
▶ইমেইল- bms.bsmrstu.unit@gmail.com
joymondal7230@gmail.com

▶মোবাইল নং:
01815-301394
01705837659

বিশেষ দ্রষ্টব্য: প্রতিযোগিতার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। যাচাই- বাছাইয়ের মাধ্যমে সেরা প্রবন্ধকারদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।