বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের এজেন্টকে মারপিট নৌকা প্রতীকের কর্মীসহ দুই জনের জরিমানা


প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৯:৫৩ অপরাহ্ন / ৩৯৪
বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের এজেন্টকে মারপিট নৌকা প্রতীকের কর্মীসহ দুই জনের জরিমানা

ফজ‌লে রাব্বী মানু, ধুনট ( বগুড়া) প্রতি‌নি‌ধিঃ
বগুড়ার ধুনট পৌর নির্বাচনে অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নৌকা প্রতীকের কর্মী সহ ২ জনের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান এ দণ্ডাদেশ দেন।
ধুনটে নৌকা প্রতীকের কর্মীসহ দুই জনের জরিমানা
ধুনটে নৌকা প্রতীকের কর্মীসহ দুই জনের জরিমানা

দণ্ডপ্রাপ্তরা হলেন, ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার আজাহার আলীর ছেলে নৌকা প্রতীকের কর্মী মন্জুরুল ইসলাম (৪১) ও চরধুনট এলাকার বাদশা প্রামানিকের ছেলে উজ্জল হোসেন (২৮)। ধুনট পৌর এলাকার চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধুনট পৌরসভা নির্বাচনে সকাল ৮ টা থেকে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১১টার দিকে চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীরা প্রবেশ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের এজেন্ট সেলিম হোসেনকে মারপিটে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থল থেকে মনজুরুল ও উজ্জলকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বগুড়ার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই জনকে আটকের পর ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।