সহিংসতা-সংঘাতে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় যথাসময়ে ও লেভেল পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় শতভাগ শিক্ষিত মানুষের দেশ শ্রীলঙ্কায় বিভিন্ন স্তুরের পরীক্ষা আয়োজন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সবসময়েই কার্যকর থাকে।
গত কয়েকদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এই মর্মে জোর চলে যে, ‘সংঘাতময় পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত হতে পারে।’
এমন অবস্থার প্রেক্ষিতে শ্রীলঙ্কান সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ‘জিসিিই ও লেভেল পরীক্ষা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। দেশটির অন্যতম ইংরেজি দৈনিক সিলন টুডে-তে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানা গেছে।
একাধিক শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রী রয়েছে দেশটিতে। বাংলাদেশের অনেক মানুষ কথায় কথায় শ্রীলঙ্কার শিক্ষা ব্যবস্থার উদাহরণ দেন।
আপনার মতামত লিখুন :