বিষন্ন অতীত


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২০, ১:১৯ অপরাহ্ন / ৪২৮
বিষন্ন অতীত


রুহিনা আক্তার হেনা

এমন পৃথিবীর সন্ধান কেউ
দিতে পারবে আমায়?
যেখানে পুরানো স্মৃতিরা
তাড়া করে না।
বিষন্ন অতীত এসে দরজায়
কড়া নাড়ে না।
বুকচাপা দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠে না
বদ্ধ ঘরের বাতাস।
কখোনো কখোনো
চাপা আর্তনাদে কেদে উঠে না প্রকৃতি।
পারবে কেউ এমন পৃথিবীর সন্ধান দিতে!
যে পৃথিবীতে-
আমি আমার হারিয়ে যাওয়া
আমি সত্ত্বাকে খুঁজে পাবো।
একটাবার আলিঙ্গন করবো তাকে।
সেই উচ্ছ্বাসমাখা মুখ,
সেই উচ্ছ্বলতা,
শিকল ভেঙে মুক্ত বিহঙ্গের মতো
উড়তে চাওয়া সেই আমিটাকে,
দেখবো আরেকবার দুচোখ ভরে।
পারবে কেউ সন্ধান দিতে?