ঘোর রাত্রি চারপাশটা নিশ্চুপ আর অন্ধকার
নির্জন নিস্তব্ধতায় কে শোনে হৃদয়ের হাহাকার!
টুপটাপ বৃষ্টির ফোঁটাগুলো যেন মনে করাচ্ছে পুরনো দিনের কথাগুলো!
একেকটা ফোঁটা মনে হয় যেন একরাশ কষ্টের মতো!
একাকী এসব মাঝে মাঝেই উপভোগ করি খুব —
ধুর কে বলেছে একা আমি
আমিতো একা নই!
ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো আর এই চেনা আকাশটা যে নিত্য দিনের সঙ্গী!
রোজ যে আমি তাদের সাথেই করি সন্ধি!
✍মাইনুল ইসলাম মাহিন
আপনার মতামত লিখুন :