গৃহকর্মীর যৌনহয়রানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন?


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২১, ২:২৮ অপরাহ্ন / ১৯৩
গৃহকর্মীর যৌনহয়রানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন?

ফয়সাল জামান ফাহিম
বশেমুরবিপ্রবি প্রতিনিধি,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রুটিন উপাচার্য ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান এর বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন তারই সাবেক গৃহকর্মী আমেনা বেগম।

এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্রেস বিজ্ঞপ্তি করেন ড. মোঃ শাহজাহান।সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি-স্বজনপ্রীতির বিরোধিতা করায় এবং পূর্ববর্তী উপাচার্যের কিছু সুবিধাবাদী চক্র তার দায়িত্ব কালে অবৈধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলে, ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্ন সময়ে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে তার মান সম্মান ক্ষুন্ন করার ষড়যন্ত্র করছে। গৃহকর্মীকে যৌন হয়রানির এই মিথ্যা অভিযোগ উক্ত চক্রের ষড়যন্ত্রের একটি বহিঃপ্রকাশ। এ বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করে এর সুষ্ঠু তদন্ত চান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এহেন ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এই একই বিশ্ববিদ্যালয়ে আড়াই বছরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সংখ্যা দাড়াল ৫