রংপুরে সুপারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২০, ৩:৪২ অপরাহ্ন / ২১০
রংপুরে সুপারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


রংপুর নগরীর মর্ডান মোড় দোলা পাড়া এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনর্চাজ আখতারুজ্জামান।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ব্যবসা সংক্রান্ত কথা বলার জন্য মিজানকে ডেকে নিয়ে যায়। এরপর তার কোন হদিস পাওয়া যাচ্ছিলোনা। বুধবার বেলা ১১ টার দিকে মুল সড়ক থেকে দুরে একটি ক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে এলাবাসি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।নিহতের মুখে ও নাক দিয়ে রক্ত ঝড়ছিলো।
স্বহনরা জানায় রেজা নামে এক আলু ব্যবসায়ী বুধবার সকালে ফোন করে নিহতের স্ত্রীকে জানায়,তার স্বামীর লাশ দোলাপড়া এলাকায় পড়ে আছে। এ ঘটনার পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনর্চাজ আখতারুজ্জামান জানান,নিহের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।