ফজলে রাব্বী মানু,ধুনট(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বগুড়ার অতিরিক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন। এসময় তাঁকে শপথ বাক্য পাঠ করান বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জল কুমার ঘোষ।
স্থানীয় সূত্রে জানা যায় গত ২০ অক্টোবর কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হারেজ উদ্দিনসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নৌকা প্রতীকে ৬হাজার ৫০ভোট পেয়ে হারেজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হোন।
আপনার মতামত লিখুন :