“শহীদ জোহা দিবস” উপলক্ষে বিএল কলেজ শাখার ড. জোহা হল ছাত্রলীগ সভাপতির শোক বার্তা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২১, ৬:০৬ অপরাহ্ন / ৪৫২
“শহীদ জোহা দিবস” উপলক্ষে বিএল কলেজ শাখার ড. জোহা হল ছাত্রলীগ সভাপতির শোক বার্তা

বিএল কলেজ প্রতিনিধিঃ

আজ ১৮ ই ফেব্রুয়ারী
“ড.জোহা দিবস”
১৯৬৯ সালের এ দিনে পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে ছাত্রদের নেয্য দাবি আদায়ের এক লড়াকু সৈনিক,ছাত্রদের বাঁচাতে যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর,রসায়ন বিভাগের অধ্যাপক শহিদ ড. শামসুজ্জোহা স্যার।
স্যারের ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামী বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে স্যারের ৫২ তম মৃত্যু বার্ষিকতে গভীর শোক প্রকাশ করছেন বিএল কলেজ শাখার ড. জোহা হল ছাত্রলীগ।

স্যারের ৫২বছর আগের এই কৃর্তিময়ী অবদানের কথা মস্তিষ্ক নত চিত্তে স্মরন করে ড. জোহা হল ছাত্রলীগের সভাপতি জনাব শাহিন আলম বলেন,ড. শামসুজ্জোহা স্যার অমর হয়ে থাকবেন সকল শিক্ষার্থীদের হৃদয়ে।তিনি বলে যুগের বিবর্তন আর সময়ের ব্যবধানে আমরা যেন ভুলে না যাই এমন সব অমর বীর সৈনিকদের।

স্যারের মৃত্যুর শোক ড.জোহা হল ছাত্রলীগের অমিয় শক্তিতে পরিণত হবে বলে মনে করেন তিনি।