ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে তিনি বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না উঠে তিনি একটি বাসার চিলেকোঠায় থাকতে শুরু করেন। সে বাসাতেই থাকেন বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির। দুজনের পরিচয় হয়।
তবে সেই পরিচয় পর্ব সুখকর ছিল না। তার পরও একসময় তাদের ভালোবাসা হয়। তারা বিয়েও করেন। কিন্তু ক্যানসারে মারা যা সাফা। তবুও তাকে মনের মণিকোঠায় ঠাঁই করে রাখেন ঋষি।
এটা সাফা আর ঋষির বাস্তবের কোনো ঘটনা নয়, পর্দার কাহিনি। আফরিন জাহান লীনার এমন গল্প নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা রাকেশ বসু। নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। এখানে সাফার বিপরীতে রয়েছেন ভারতীয় অভিনেতা ঋষি কৌশিক। তিনি কলকাতার টিভি সিরিয়ালের সপরিচিত মুখ।
এই প্রথম বাংলাদেশি কোনো নাটকে অভিনয় করলেন ঋষি। বাংলাদেশের সাফা কবিরও ভারতীয় ঋষির বিপরীতে প্রথম জুটি বাঁধলেন। নাটকটির দৃশ্যধারণ হয়েছে শ্রীমঙ্গলে। শিগগির নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
আপনার মতামত লিখুন :