বশেমুরবিপ্রবি প্রতিনিধি
স্টুডেন্ট এগেইনিস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার’ (সেইভ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চ্যাপ্টারে ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী একটি কমিটি গঠন করা হয়েছে। এ কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী এক বছর পর্যন্ত সেভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের সকল কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় সেইভ-এর উদ্যোগে ‘সেইভ ইয়ুথ প্রেসিডেন্সিয়াল কমিটি’ শীর্ষক শিরোনামে আয়োজিত এক অনলাইন মিটিংয়ে এ কমিটি ঘোষণা করেন সেইভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টার মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাদিয়া আফরিন এবং একই বিভাগের প্রভাষক মোহম্মদ এমদাদুল হক । একই সময় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সেভ চ্যাপ্টারের স্ব স্ব মডারেটরগণ তাদের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষনা করেন।
সেভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টারে ২০২০-২০২১ সেশনের জন্য ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কো-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী শামীমা ইয়াসমিন তরী এবংজেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল মোহাম্মদ হৃদয়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন টিম লিড ইয়ুথ ডিজএবিলিটি এন্ড ইনক্লুশন আসিফ ইকবাল লিওন , টিম লিড ইয়ুথ ভয়েস দিশা হালদার পূজা , টিম লিড ইয়ুথ এম্পলইএবিলিটি মোঃ তামিম খান পাঠান , টিম লিড কানেক্টিং ডট’স কাজী ইমতিয়াজ , টিম লিড ইভেন্ট এন্ড আউটরিচ সাফায়েত হোসেন তোহান,টিম লিড ইয়ুথ মিডিয়া যুথি সাহা , টিম লিড শি লিড’স সুমাইয়া আফনান নাহিন , টিম লিড ক্যাম্পাস রেসিলিয়েন্স কামাল হোসেন, টিম লিড ইয়ং মাইন্ড’স আয়েশা আমিন এবং টিম লিড ইয়ুথ ডেমোক্রাসি দায়িত্বে ফারজানা আক্তার তন্দ্রা।
কমিটি ঘোষণা শেষে মনোনীত সকল
কো-প্রেসিডেন্টরা আগামী একবছর তারা তাদের সেভ চ্যাপ্টারের কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন এ সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন সেইভ ইয়ুথ বাংলাদেশ-এর ‘কান্ট্রি ডিরেক্টর’ সিলিয়া প্যাসিলিনা এবং সেভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম।
উক্ত কমিটির বশেমুরবিপ্রবির সেভ চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট শামীমা ইয়াসমিন তরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘সেভ ইয়ুথ হলো তরুণদের দ্বারা পরিচালিত এমন সংগঠন যা সমাজে শান্তি, সাম্য, বৈচিত্র্য সৃষ্টিতে কাজ করে।সেভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টার ২০১৯ সালের ২৪ মার্চ থেকে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং ভবিষ্যতে সেভের সকল কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন করবে এ আশাবাদ ব্যক্ত করেন।’
আপনার মতামত লিখুন :