হিলি প্রতিনিধিঃ– সারাদেশের ন্যায় হিলিতে গণহারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা গ্রহণকারী ব্যক্তি হিসেবে টিকা গ্রহণ করেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা তৌহিদ জানান,এই উপজেলাটি স্থলবন্দর ও সীমান্ত এলাকা হওয়ায় এর গুরুত্ব বিবেচনা করে প্রথম ধাপে ১ হাজার ৫শ জনকে টিকা দেওয়া হবে টিকা। ইতিমধ্যে ৩৫০ জন ব্যক্তি টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। টিকার কর্মসূচী সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং কার্যক্রম আজ থেকে চলমান থাকবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান,টিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে এই উপজেলায় কেউ যেনো কোন প্রকার গুজব না ছড়াতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে টিকা নেওয়ার জন্য আগ্রহী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :