হ্যাকারমুক্ত টেলিটক


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২২, ৭:৩৩ অপরাহ্ন / ২১২
হ্যাকারমুক্ত টেলিটক

প্রায় তিন ঘণ্টা হ্যাকারদের কবলে থাকার পর সচল হয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক এর ওয়েবসাইট। ‘রাশিয়ান হ্যাকারস’-দের পরাজিত করে শনিবার রাত পৌন আটটার দিকে নিজেদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয় দায়িত্বশীল প্রকৌশলীরা।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্যবহারকারীরা টেলিটক এর ওয়েবসাইটে গিয়ে হ্যাকারের ঝুলিয়ে দেওয়া নোটিস দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্ক্রিনশট অনেকে শেয়ার করেন। সেখানে লেখা ছিল ‘হ্যাকড বাই রাশিয়ান হ্যাকারস’।

পরে টেলিটক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে কাজ শুরু করে। সন্ধ্যায় ওয়েবসাইটে নোটিসে ঝুলিয়ে দেয়া হয় ‘উই উইল বি রাইট ব্যাক! উই আর কারেন্টলি ডাউন ফর মেন্টেইনেন্স, চেক ব্যাক সুন!’ বার্তা।

২০০৪ সালে কার্যক্রম শুরু করা টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা ৬৩ লাখের মতো। শতকরা হিসেবে দেশের মোট মোবাইল গ্রাহকের সাড়ে ৩ শতাংশে মোবাইল ব্যবহারকারী টেলিটক ব্যবহার করেন।