আগামী ১৩ নভেম্বর গুচ্ছ পদ্ধতি হবে সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায়। মোট তিন হাজার ২০১টি আসনের বিপরীতে লড়বেন মোট ২৫ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার আসন প্রতি লড়বেন ৮ জন শিক্ষার্থী।
প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
এই তিন প্রকৌশল ভর্তি কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল বিভাগের ডীন অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম।
ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা এবং ভেন্যু দেখা যাবে এখান থেকেই।
এর আগে ২৭ জুলাই দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুইবার পেছানোর পর অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
আপনার মতামত লিখুন :