আর এস মাহমুদ হাসানঃ
এই শতকে সারা বিশ্বে যখন প্রবলভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (Antimicrobial Resistance: AMR) সবচেয়ে কঠিনতম সমস্যা বলে বিবেচিত হচ্ছে, তখনই জনস্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ ইস্যু প্রতিরোধ কল্পে WHO, FAO এবং OIE সম্মিলিতভাবে ‘One Health Global Leader Group AMR’ গঠন করেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স মোকাবেলায় এই ফোরামে কো-চেয়ারস নির্বাচিত হয়ছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারণ, সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রনালয় এবং অধীনস্থ প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে সরকারের AMR ইস্যুতে বিভিন্ন কাজসমূহ বিশ্ব দরবারে মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে এবং প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স রেসপন্স অ্যালায়েন্স-বারা এর মেম্বার ডা. নুরে আলম বলেন, “AMR যুদ্ধে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। আমি বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে AMR ইস্যুতে বিশ্বে গুরুত্বপূর্ণ মাইলফলক সাধিত হবে। আমরা আমাদের এন্টিবায়োটিক গুলোকে আরো অনেকদিন রক্ষা করতে পারবো পরবর্তী প্রজন্ম গুলোর জন্য।”
আপনার মতামত লিখুন :