‘বস্তুনিষ্ঠ ও অপোষহীন সংবাদ, সব সময়’ এই স্লোগানকে বুকে ধারণ করে ‘Daily Our Campus’ অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।
এক্ষেত্রে যারা উদ্যমী, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আহবান করছি।
‘Daily Our Campus’ অনলাইন পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য জেলা, উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে ‘Daily Our Campus’ অনলাইন পত্রিকায় নিয়োগ যাচাই/বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে ‘Daily Our Campus’ এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
যোগ্যতাসমূহ :
১. জেলা প্রতিনিধিদের ক্ষেত্রে যেকোন বিষয়ে স্নাতক বা ডিগ্রী পাশ হতে হবে, ক্যাম্পাস ও উপজেলা প্রতিনিধিদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, তবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা হবে।
২. বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
৩. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। ও সাহসী হতে হবে।
শর্তসমূহ :
১। কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। কপি এবং পুরোনো নিউজ করা যাবে না।
৩। রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
৪। সাপ্তাহে সর্বনিম্ন ২ টি নিউজ পাঠাতে হবে।
৫। নিউজের জন্য ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৬। ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৭। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
সুযোগ সুবিধা :
১। পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
২। প্রতিনিধিকে নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করা হবে।
৩। নিয়োগ চূড়ান্ত হওয়ার ৩ মাস পর থেকে বেতন-ভাতা প্রদান করা হবে।
৪। বিজ্ঞাপনের ৫০% প্রতিনিধিকে প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
যারা প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন।
ব্যক্তিগত ইমেইল থেকে অনলাইনে সিভি এবং NID কার্ডের স্ক্যান কপি পাঠাতে হবে। (সিভিতে আপনার ফেসবুক আইডির লিংক থাকতে হবে)
Email: cv.dailyourcampus@gmail.com
ওয়েব: www.dailyourcampus.com
আপনার মতামত লিখুন :